বসন্তকালীন ছুটিতে তিন সন্তানকে নিয়ে কিছুটা সময় অবকাশ কাটাতে ফ্রান্সের কুরশেভেল এবং প্যারিসে গিয়েছিলেন প্রিন্স উইলিয়াম ও প্রিন্সেস কেট মিডলটন। তাঁরা একটি ব্যক্তিগত বাড়িতে অবস্থান করেছিলেন সেখানে। ছুটিতে গিয়ে সন্তানদের নিয়ে ঘন তুষারের মধ্যে স্কি এবং অ্যাস্টন ভিলা ফুটবল ম্যাচও উপভোগ করেন তারা। তবে সম্পূর্ণ ব্যক্তিগতভাবে ছুটি কাটাতে গেলেও পাপারাৎসির নজর এড়াতে পারেননি এই রাজ দম্পতি।
প্যারিস ম্যাচ নামক একটি ফরাসি ম্যাগাজিন ৯ এপ্রিল তাদের ছুটি কাটানোর কিছু ছবি প্রকাশ করেছে। ছবিগুলোতে দেখা যায়, প্রিন্স উইলিয়াম, কেট মিডলটন, প্রিন্স জর্জ, প্রিন্স লুই ও প্রিন্সেস শার্লট শ্যালের ব্যালকনিতে সময় কাটাচ্ছেন এবং শ্যালের সামনে দাঁড়িয়ে প্রিন্স উইলিয়াম একটি ওয়াইনের বোতল ধরে রেখেছেন। আরো কিছু ছবিতে দেখা যায়, ১১ বছর বয়সী জর্জ, ৯ বছর বয়সী শার্লট এবং ছয় বছর বয়সী লুই তাদের বাবা-মায়ের সঙ্গে স্কি করছেন। এই ছবিগুলো পরে আরো কিছু আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে পড়ে।
দ্য টেলিগ্রাফ প্রতিবেদন করেছে, সংবাদমাধ্যমগুলো প্রিন্স উইলিয়াম ও প্রিন্সেস কেট এবং তার পরিবারের ব্যক্তিগত সময়ে ধারণ করা ছবি প্রকাশ করার জন্য আইনি ব্যবস্থার মুখোমুখি হতে পারে।
তবে দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। তবে সংবাদমাধ্যমটি উল্লেখ করেছে, উইলিয়াম ও কেট ফরাসি ম্যাগাজিনগুলোর সঙ্গে আগেও বিতর্কে জড়িয়েছেন।
২০১২ সালে ক্লোজার ম্যাগাজিন রাজকুমারী কেটের টপলেস সূর্যস্নানের ছবি প্রকাশ করলে দম্পতি গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে মামলা করেন।
ওই মামলায় তাঁদের পক্ষ থেকে বলা হয়, এমন ছবি রাজবধূ প্রিন্সেস ডায়ানার জীবদ্দশায় গণমাধ্যমের বাড়াবাড়ির কথা মনে করিয়ে দেয়।
তখন এক বিবৃতিতে প্রিন্স উইলিয়াম বলেছিলেন, ‘২০১২ সালের সেপ্টেম্বর মাসে আমি ও আমার স্ত্রী ভেবেছিলাম, আমরা আমার এক আত্মীয়ের মালিকানাধীন একটি নিরিবিলি ভিলায় কয়েক দিন কাটাব। কিন্তু যেভাবে গোপনে ছবি তোলা হয়েছে তা আমাদের কাছে অত্যন্ত হতবাক করার মতো এবং আমাদের গোপনীয়তা সম্পূর্ণভাবে লঙ্ঘন করা হয়েছে।’
ওই মামলায় রাজ দম্পতি ১৫ লাখ ইউরো ক্ষতিপূরণ দাবি করলেও আদালত শেষে ১ লাখ ইউরো ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দেয়।
সাম্প্রতিক এই ঘটনাটিতে নগ্নতার কোনো উপাদান না থাকলেও এখানে তাঁদের সন্তানদের ছবি রয়েছে, যা নিয়ে রাজ দম্পতি অত্যন্ত সংবেদনশীল।
দ্য টেলিগ্রাফ বলেছে, ‘উইলিয়াম ও কেট তাঁদের ছুটির সময় গোপনীয়তাকে অত্যন্ত গুরুত্ব দেয়। বিশেষ করে তাঁদের সন্তানদের সুরক্ষার ক্ষেত্রে।’